কুমিল্লা বুড়িচং শংকুচাইল নগর এলাকায় সাংবাদিক মহিউদ্দিন সরকারকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেফতার করে বুড়িচং থানা পুলিশ।
কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার নাগরিক খবরকে বলেন, মহিউদ্দিন হত্যা মামলায় বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি ফরহাদ মৃধা ও পলাশ মিয়াসহ এজাহার বহির্ভূত নুরু মিয়া ও সুজনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার প্রধান আসামি রাজুসহ জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।
এর আগে মহিউদ্দিন সরকার নাঈম হত্যা মামলায় তার মা নাজমা আক্তার বাদী হয়ে মো. রাজু (৩৫), মো. ফরহাদ মৃধা ওরফে মনির হোসেন (৩৮) ও মো. পলাশ মিয়াকে (৩৪) এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে বৃহস্পতিবার বুড়িচং থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল হায়দারাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নিহত হন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে দেখতে দুজন বিজিবি সদস্য আসেন। তারা স্থানীয় দুই যুবককে হাসপাতালে নিয়ে যেতে নির্দেশ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় বিজিবি সদস্যরা বলেন, সীমান্তে মারামারিতে আহত হয়েছেন মহিউদ্দিন। তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে বলে তাঁরা চলে যায়। পরে ওই দুই যুবক মহিউদ্দিন সরকারকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদুল ইসলাম মৃত ঘোষণা করেন।