রোববার বিকেল সোয়া ৫টা। রাজধানীর মিন্টো রোডের চার রাস্তার মোড়। যানজটে থমকে আছে শত শত যানবাহন। সাধারণ মানুষের সঙ্গে কোনো ভিআইপির গাড়িও আটকা পড়েছে। এ কারণে দায়িত্বরত সার্জেন্ট এবং দুজন পুলিশ সদস্যকে মোড়ের চারপাশে আটকে থাকা যানজট কীভাবে খোলা যায় সে চেষ্টা করতে দেখা যায়। তবে দৌড়ঝাঁপে কোনো কাজ হয় না।
যানজটে থাকা কয়েকজন বলাবলি করছিলেন, পল্টন থেকে এটুকু পথ আসতে দেড় ঘণ্টা লাগলো। আল্লাহ জানেন ইফতার কোথায় করতে হয়।
যানজটে আটকে থাকা কয়েকজন মোটরসাইকেলচালক বলাবলি করছিলেন, বাসায় গিয়ে কী হবে? সকাল থেকেই নাকি গ্যাস নেই, চুলা জ্বলছে না। বউ এ কারণে ইফতার কিনে নিয়ে যেতে বললো। কী জ্বালায় যে আছি! রাস্তায় ঘোরে না গাড়ির চাকা, গ্যাসের অভাবে ঘরে জ্বলে না চুলা।
আজ রোববার (৩ এপ্রিল) পবিত্র রমজানের প্রথম দিন বিভিন্ন এলাকার বাসিন্দাদের শেষ বিকেলে ঘরের বাইরে যানজট ও গ্যাস না থাকায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে। অন্যান্য দিনের তুলনায় আজ রমজানের প্রথম দিন রাজধানীতে দিনভর যানবাহনের চাপ তুলনামূলকভাবে কিছুটা কম হলেও শেষ বিকেলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীসহ বিভিন্ন পেশার ঘরফেরা মানুষের ভিড়ের কারণে বিভিন্ন রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।
মতিঝিলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মিরপুরের আকবর আলী। তিনি বলেন, বিকেল ৪টায় মিরপুরের বাসে রওনা হয়ে দেড় ঘণ্টায় শাহবাগে পৌঁছেছি। বাসায় গিয়ে ইফতার করতে পারবো কি না, জানি না।