ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সোমবার (৭মার্চ) বিকেলে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণের সময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এসময় জাজেস কমিটির সভাপতি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে ছিলেন কমিটির সদস্য বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জে.বি.এম. হাসান ও বিচারপতি মো. খসরুজ্জামান।
১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান (তৎকালীন রেসকোর্স ময়দান) থেকে স্বাধীনতার ডাক দিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। তার সেই ঐতিহাসিক ভাষণের প্রেক্ষাপটে নয়মাস রক্তক্ষয়ী সংগ্রামের পথ ধরে আসে বাঙালির স্বাধীনতা ও মুক্তি।