২০০৯ সালে পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে নৃশংস হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বাদ ফজর নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিজিবি সদরদপ্তরসহ সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটের মসজিদে কোরআন খতম করা হয়।
এরপর সকাল ৯টায় সেনাবাহিনীর উদ্যোগে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান (সম্মিলিতভাবে), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব এবং বিজিবি মহাপরিচালক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে বিজিবির সব স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া বিজিবির সব সদস্য কালো ব্যাজ পরেন।
এরপর শুক্রবার বাদ জুমা পিলখানাস্থ বিজিবি কেন্দ্রীয় মসজিদ, ঢাকা সেক্টর মসজিদ এবং বর্ডার গার্ড হাসপাতাল মসজিদসহ বিজিবির সব ইউনিটের মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল হয়।
বিজিবির কেন্দ্রীয় মসজিদে মাহফিলে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আকতার হোসেনসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রিত অতিথি, পিলখানার কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক ও বেসামরিক কর্মচারীরা স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করেন।
এদিকে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ২৬ ফেব্রুয়ারি বিজিবির সব সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে অধিনায়কের বিশেষ দরবার অনুষ্ঠিত হবে।