সনদ ছাড়াই পাউরুটি-কেক তৈরি-বিক্রি, ২ বেকারিকে জরিমানা
পাউরুটি, কেক, বিস্কুটের মতো পণ্য গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) ছাড়াই উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে সসলিস ও লাভা বেকারিকে জরিমানা করা হয়েছে।
রোববার (২৩ জানুয়ারি) রাজধানীর গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বিএসটিআই’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) না নিয়ে খাদ্যপণ্য তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় গুলশান-২-এর জাহিদ প্লাজার সসলিসকে ৭০ হাজার টাকা ও মেট্রোপলিটন শপিং প্লাজার লাভা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। এছাড়া অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন ফিল্ড অফিসার (সিএম) মো. ইবাদত মানিক। জানি