কুমিল্লায় গাঁজা ও ফেন্সিডিল সরবরাহকালে ২ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
র্যাব সুত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গবার (১৮ জানুয়ারি) কুমিল্লার আমলাতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ট্রাকে করে মাদক পরিবহনের সময় তাদের আটক করা হয়।
এসময় ৭৫ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লার দাউদকান্দির মৃত ধনু মিয়ার ছেলে মোঃ কামাল হোসেন (৪৬) ও চৌদ্দগ্রামের মমতাজ মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (৩২)।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলএবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। ধৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।