রাজধানীর বেইলি রোড এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অভিযোগে চার রেস্টুরেন্টকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ভ্রাম্যমাণ আদালত।
ডিএমপির বিশেষ অভিযানের অংশ হিসেবে রবিবার (২ জানুয়ারি ২০২২) বেলা ১২:৩০টায় ধারাবাহিক অভিযানে রাজধানীর বেইলি রোড এলাকায় চার রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ সঞ্জীব দাশ।
ডিএমপির ভ্রাম্যমান আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে হক রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজকে ৩০ হাজার টাকা ও বেইলি বারবিকিউ রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করে।
নিবন্ধন দেখাতে না পারায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে বেইলি শর্মা হাউজকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রস্তুতকৃত ঘিয়ে লেবেল না লাগানো ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে মুসলিম কাবাব এন্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমান আদালত।
রমনা থানা পুলিশ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।