প্রকৃতি ও প্রেম— মুহাম্মদ শাহজাহান
প্রকৃতি আমায় ডাক দিয়েছে নৈসর্গিক মায়ায়।
প্রকৃতি প্রেমে হবো বৈরাগী ডেকো না মিছে আমায়।
তোমার মনের রঙ্গীন স্বপ্নে রাঙ্গাইয়াছি আমার মন।
তুমিও কি স্বপ্নে থাকো বিভোর আমারই মতন।
কত যে তোমায় করলাম যতন, ভালবাসার রঙ্গে।
আপনারে হারায়ে খুঁজিয়া মরছি, মনে হয় আছো সঙ্গে।
তোমার রঙ্গে, তোমার সঙ্গে যাপিত জীবনে আছি।
তোমার জন্য হাজার বছর বিরহ সহিতে রাজি।
প্রকৃতির মাঝে খুঁজি তোমারে, তুমি আছো মোর মনে।
কখনো কি পাব না আমি, হবেনা দেখা তোমার সনে।
একটু যদি তোমায় পেতাম, হাতটি রাখিতে হাতে।
স্বর্গ গড়িতাম ধরণীর বুকে, তুমি আমি দু-জনাতে।
হৃদয় আমার হয় যে ব্যাকুল, প্রকৃতি কি যে অপরূপ।
মানব প্রেম আর প্রকৃতি প্রেম, স্রস্টা প্রেমেরই ভিন্ন রূপ।
মানবের মাঝে প্রকৃতির কাছে, বাঁচিতে চাই অনন্ত দিন।
কথা দাও শুধু চিরদিন রবে, তোমার ভালবাসা অমলিন।
মুহাম্মদ শাহাজাহান পুলিশ পরিদর্শক