রাজধানীর পুরান ঢাকার বংশালের আরমানিটোলায় আহাম্মেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষ থেকে মোছা. পারভীন বেগম (৪৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ।
সোমবার (২৭ ডিসেম্বর) সকালের দিকে মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
মৃতের বাসা পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায়। তার স্বামীর নাম আব্দুল বাসেত। তিনি কিছুদিন আগে মারা যান।
বংশাল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান মাতুব্বর বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
তিনি আরও বলেন, ওই নারীর মরদেহ স্কুলের মেঝেতে পড়ে ছিল। মুখমণ্ডল রক্তাক্ত দেখা গেছে। পাশেই ইঁদুর নিধনের কীটনাশকের বোতল পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তিনি বিষপান করতে পারেন। ময়নাতদন্তের