র্যাব ১১ সিপিসি ২ এর পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমান গাঁজা,ফেনসিডিল ও মদসহ ৫ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১১ সিপিসি ২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দল ২৪ ডিসেম্বর সকালে কুমিল্লা কোতয়ালী থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযানে প্রাইভেটকার করে মাদক পরিবহনের সময় ৫৩ কেজি গাঁজসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করারহয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মধ্যম কান্দি গ্রামের মৃত আব্দুর রহমান মুন্সির ছেলে মোঃ বাবুল মুন্সি(৬৩)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
পৃথক অভিযানে একই দিন সকালে কুমিল্লা কোতয়ালী থানাধীন আমতলী এলাকায় মোটর সাইকেলে করে মাদক পরিবহনের সময় ১৭ বোতল ফেন্সিডিল ,৫ বোতল বিদেশীমদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা দেবিদ্ধার থানার বেতুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ শাহিন মিয়া(৩০) এবং একই জেলার চান্দিনা থানার দুতলা গ্রামের মৃত মতিন লাল সরকারের ছেলে শ্যামল চন্দ্র সরকার(৪০)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়।
পৃথক আরও একটি অভিযানে একইদিন কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন কোর্টবাড়ি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ৩২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা মুরাদ নগর থানার নহল গ্রামের মৃত আব্দুল খালেক সরকারের ছেলে মোঃ হুমায়ুন কবির(৪৬) এবং একই জেলার কোতয়ালী থানার শুভপুরা গ্রামের মৃত রুশমত আলীর ছেলে মোঃ নুরুল ইসলাম(৫৬)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করে র্যাব সদস্যরা।