রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসার দ্বন্দ্বে প্রতিপক্ষের চাপাতির আঘাতে মাইনুল ইসলাম সিলন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঝিকরা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রিয়াজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। রোববার দুপুরের পর থেকে বেশ কয়েকবার উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সিলন ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের চাপাতির আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, মাদক ব্যবসা নিয়ে উভয়পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। দুপুরে উভয়পক্ষের সংঘর্ষে সিলন নামেরে এক যুবক মারা যান।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।