পুরান ঢাকার বংশাল আলু বাজার এলাকার একটি বাসায় গ্যাসের লাইনের মিটার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ ও তাড়াহুড়া করে নামতে গিয়ে শিশুসহ নয়জন আহত হয়েছেন।
বিস্ফোরণে দগ্ধরা হলেন- মো. কামাল হোসেন (৩৫), মোছা. সেলিনা আক্তার (৩০), মোছা. বন্যা আক্তার (৭) এবং আহতরা হলেন-মো. আমিনুল ইসলাম (৩৫), মোছা. শীলা আক্তার (২৫), আরিফা (৬) আসাদুল্লাহ (৪), মারুফ (১২) ও নুসরাত (১)।
সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ ও আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
দগ্ধ ও আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ইকবাল হোসেন জাগো নিউজকে জানান, বংশালের আলু বাজার ৩২/২ নম্বর বাসার চারতলা ভবনের নিচের তলায় ভাড়া থাকেন দগ্ধ ও আহতরা। অনুমান রাত ১টার দিকে জমে থাকা গ্যাস মিটার বিস্ফোরিত হয়। পরে আমরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এসেছি। বর্তমানে ঢামেক হাসপাতালে ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তারা চিকিৎসাধীন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, বংশালের আলু বাজার এলাকা থেকে দগ্ধ তিনজন বার্ন ইউনিটে এসেছে। তাদের মধ্যে কামাল হোসেন ৪০ শতাংশ, মোছা. সেলিনা আক্তার সাত শতাংশ ও সাত বছরের শিশু বন্যা আক্তার তিন শতাংশ দগ্ধ হয়েছে। কামালের অবস্থা আশঙ্কাজনক ও বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বংশাল থেকে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহত অবস্থায় শিশুসহ নয়জন এসেছে। তাদের মধ্যে কামাল হোসন নামে এক ব্যক্তি বাদে সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।