অবৈধ পথে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় আটকেপড়া অভিবাসীদের দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন স্বজনরা। তাদের দাবি, আটক অভিবাসীরা কারাগারে অসহনীয় কষ্টে দিনাতিপাত করছেন।
বুধবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে লিবিয়ায় আটকেপড়া ব্যক্তিদের স্বজনরা সরকারের কাছে এই আর্জি জানান। তারা বলেন, আমাদের সন্তানরা লিবিয়ার হাজতে মৃত্যুর মুখে। তাদেরকে ঠিকমতো খেতে দিচ্ছে না। কেউ এক বছর, কেউ ১০ মাস ধরে হাজতে আটকে আছে।
লিবিয়ার কারাগারে আটকে থাকা আকাশ খান নামে এক অভিবাসীর বাবা হায়দার আলী খান বলেন, ইলিয়াস নামে এক দালালের মাধ্যমে আমার ছেলে ইতালি যাওয়ার জন্য লিবিয়া যায়। সেখানে আমার ছেলেসহ অনেক জন লিবিয়ায় আটকা পড়ে। আজ সে ১০ মাস ধরে আটকে আছে। আমরা ঠিকমতো যোগাযোগ করতে পারি না। তারা ঠিকমতো খেতে পায় না। তাকে দেশে নিয়ে আসতে পারলেই একটু শান্তি পাইতাম।
রবিউল ফরাজী নামে আরেক অভিবাসীর সহধর্মিণী সোনিয়া বেগম বলেন, আমার স্বামী এক বছর হচ্ছে লিবিয়ায় গেছে। সেখানে যাওয়ার দুই মাস পর লিবিয়ার পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। তাকে টাকা দিয়েও জেল থেকে আমরা ছাড়াতে পারছি না।
এসময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, আমরা কিছু চাই না, আমাদের সন্তানদের আমাদের কাছে ফিরিয়ে দিন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য যেন সরকার দ্রুত ব্যবস্থা নেয়।
মানববন্ধনে ভুক্তভোগীদের প্রায় অর্ধশতাধিক স্বজন উপস্থিত ছিলেন।