1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রানা, ও মেহেবুব হোসেন রিপনের নেতৃত্বে এক বিশাল র‍্যালি গোপালগ‌ঞ্জে দিনমুজুর‌কে হত্যা মামলায় গ্রেফতার, নবজাতক দুই বোন নিয়ে দিশেহারা ছোট ভাই শ্রমিকদের বকেয়া পরিশোধ কর‌তে হ‌বে, না করলে প্রশাসক নিয়োগ হ‌বে- সাখাওয়াত বাংলাদেশ থেকে জাপানি সৈন্যদের দেহাবশেষ ফিরিয়ে নিবে আজারবাইজানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সিপিজের খোলা চিঠি ড. ইউনুসকে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম গ্রেফতার শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা কু‌মিল্লায় ডাকাতির নাটক সাজিয়ে প্রতিবন্ধী ভাতিজাকে শ্বাসরোধ করে হত্যা ক‌রে চাচা রাজধানীর কাকরাইলে সভা সমা‌বেশ নি‌ষিদ্ধ

কু‌মিল্লায় কাউ‌ন্সিলর সো‌হেল-হ‌রিপদ হত্যা মামলার প্রধান আসা‌মি শাহআলম বন্দুক যু‌দ্ধে নিহত

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৬৫৩ বার পঠিত

কু‌মিল্লা মহানগরীর ১৭ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর সো‌হেল ও হ‌রিপদসহ জোড়া খু‌নের মামলার প্রধান আসা‌মি শাহআলম ডি‌বি পু‌লি‌শের সা‌থে বন্দুক যু‌দ্ধে নিহত হয়। ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের এসআই প‌রিমল দাস পি‌পিএম ।

জেলা পু‌লি‌শ সু‌ত্র জানায়, বৃহ:প‌তিবার ২ ডি‌সেম্বর রাত আনুমানিক সা‌ড়ে বারটার সময় গোপন সংবাদ পাওয়া যায় যে, ক‌য়েকজন অস্ত্রধারী দৃস্কৃ‌তিধারী সদর উপ‌জেলার চাঁনপুরস্থ গোমতী নদীর বে‌ড়িবাঁধে অবস্থান করতেছে।

অস্ত্রধারী দুস্কৃ‌তি‌কারীদের গ্রেফতারের ল‌ক্ষ্যে থানা ও ডি‌বি পু‌লি‌শের একাধিক চৌকস টিম উক্ত স্থা‌নে অভিযান চালায় ।  রাত আনুমানিক ১ঃ১৫ ঘটিকার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গ্রেফতার এড়া‌নোর উদ্দেশ্য পুলিশকে লক্ষ্য ক‌রে এ‌লোপাথা‌রি গু‌লি ছুড়তে থাকে । ডিবি ও থানা পুলিশের সদস্যরা নিজেদের জীবন ও জানমাল রক্ষা‌র্থে পাল্টা গুলি চালায় । উভয় প‌ক্ষের ম‌ধ্যে গোলাগুলির একপর্যায়ে কয়েকজন দুষ্কৃতিকারী ঘটনাস্থল থে‌কে পালিয়ে যায়। এ সময় পু‌লিশ ঘটনাস্থল‌ে তল্লাশী চালি‌য়ে এক ব্যক্তিকে  গুলিবিদ্ধ অবস্থায় তার হাতে একটি পিস্তল থাকতে দেখা যায়। এ সময় গোলাগু‌লির শ‌ব্দে স্থানীয় লোকজন এ‌গি‌য়ে আ‌সে  গু‌লিবিদ্ধ ব‌্যক্তি‌কে শাহআলম বলে সনাক্ত করে। পু‌লিশ গুলিবিদ্ধ ব্যক্তি‌কে ঘটনাস্থল থে‌কে উদ্ধার ক‌রে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নি‌য়ে আ‌সলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে পুলিশের দুইজন সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাস্থল থে‌কে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি ৭.৬৫ পিস্তল এবং গুলির খোসা এবং কার্তুজের খোসা উদ্ধার করা হয়। সরকারি কাজে বাধা ও  আক্রমন, হত্যা এবং অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে ব‌লে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com