কুমিল্লায় র্যাব ১১ সিপিসি ২ এর সদস্যরা পৃথক তিনটি অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও ২৭ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে ।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৫ নভেম্বর দুপুরে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা ফ্লাইওভার সংলগ্ন সাতরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নড়াইল জেলার কালিয়া থানার মোসাঃ বৃষ্টি আক্তার (২০) ও ২। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ
থানার রিয়া মনি (১৯)।
পৃথক অভিযানে ২৫ নভেম্বর বিকালেকুমিল্ল কোতয়ালী মডেল থানার ভুটুয়া পশ্চিম পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫০ বোতল
ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নীলফামারী জেলার সদর থানার জরিজুমা গ্রামের মৃত খেতু মিয়ার ছেলে মোঃ মইনুল(২৮)।
অপর একটি অভিযানে ২৬ নভেম্বর বিকালে কুমিল্লা
সদর দক্ষিণ থানার সুবর্ণপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১.৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা সদর দক্ষিন থানার নালনগর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর মিয়া(২৫)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।