কুমিল্লা মহানগরীর ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। এছাড়া হাসপাতালে গুলিবিদ্ধ হরিপদ নামের আরও একজন মারা যায়।
সোমবার ২২ নভেম্বর বিকেল ৪ টায় কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সোহেলকে নগরীর পাথরিয়াপাড়ায় তার ব্যক্তিগত অফিসে বসা অবস্থায় শাহআলম ও তার সন্ত্রাসী বাহিনীরা সদস্যরা গুলি চালিয়ে হত্যা করেছে। গুলিতে তাঁর সহযোগী হরিপদও নিহত হন।
২২ নভেম্বর সোমবার বিকেল ৪ টায় এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। দুজনের মৃত্যুর বিষয়টি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মহিউদ্দিন নিশ্চিত করেন।
মো. সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি । নগরীর সুজানগর ১৭ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে দুইবার নির্বাচিত হন।
সৈয়দ সোহেল সুজানগর এলাকার শাহজাহান মিয়ার ছেলে। ছয় ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে আছে।
ঘটনার প্রতক্ষ্যদর্শী আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন জানান, কাউন্সিলর সোহেলের অফিসে আমিসহ আট দশ ব্যক্তিকে নিয়ে কথা বলছিলাম। হঠ্যাৎ শাহলম ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা পিস্তল নিয়ে অফিসে প্রবেশ করে গুলি করা শুরু করে। সন্ত্রাসী শাহআলম সোহেলের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। এছাড়া আরও চারজন গুলিবিদ্ধ হয়। পরে তারা ফাঁকা গুলি করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে। আকস্মিক অফিসে ঢুকে গুলি করার সময় নিচে পড়ে গিয়ে দৌড়ে বের হয়ে যাওয়ায় প্রাণে রক্ষা পান বলে জানান তিনি।