চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মাহমুদা আক্তার (৩৫) ও তার মেয়ে জান্নাতুল আফিফা (৩) নিহত হয়েছেন। এ ঘটনায় মাহমুদার স্বামী নুরুন্নবী ও অটোরিকশাচালক আহত হয়েছেন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে থানার আউটার রিংরোডের আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পরিবারসহ নুরুন্নবী চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে আনন্দবাজারের দিকে যাচ্ছিলেন। পেছন থেকে বালুবাহী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা মা-মেয়ে নিহত হয়।