নৌ-পরিবহন অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন কমডোর আবু জাফর মোহাম্মদ জালাল উদ্দিন।বুধবার (১২ আগস্ট) নৌবাহিনী কর্মকর্তা জালাল উদ্দিনকে প্রেষণে এই নিয়োগ দিয়ে তার চাকরি নৌ-পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
কই আদেশে বর্তমান মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলামকে নৌবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অপর আদেশে বিমান বাহিনীর উইং কমান্ডার মো. সফিকুল ইসলাম মোল্লাকে কুর্মিটোলার সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ এবং ফ্লাইট লেফটেন্যান্ট শাহ মো. রাশেদ রাহাতকে ওই বিদ্যালয়ের অ্যাডজুটেন্ট নিয়োগ দিয়ে তাদের চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।