রাজধানীর ওয়ারী থেকে মোটরসাইকেলে মাদকবহনকালে তিন হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের জনসংযোগ দপ্তর গণমাধ্যমকে এই তথ্য জানায়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মনির, এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।