নারায়ণগঞ্জ জেলা কারাগারে আশরাফ হোসেন (৫০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে তার মৃত্যু হয়। আশরাফ বন্দর উপজেলার সালেনগর এলাকার মৃত মুসা মিয়ার ছেলে।
কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৪ অক্টোবর বন্দর থানার একটি মাদক মামলায় আদালত আশরাফকে কারাগারে পাঠান। তিনি মাদকাসক্ত ছিলেন। এছাড়া তার শ্বাসকষ্টের রোগও ছিল।
রাতে হঠাৎ আশরাফ অসুস্থ হয়ে পড়লে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে সেটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।