এএসআই পেয়ারুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি পারভেজ রহমান পলাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল মেহমুদের আদালতে ১৬৪ ধারায় তিনি জবানবন্দি দেন। এএসআই পেয়ারুল রংপুর মেট্রোপলিটনেকের্মরত ছিলেন।
জবানবন্দিতে এ আসামি পুলিশ কর্মকর্তা পেয়ারুল ইসলামকে হত্যার কথা অকপটে স্বীকার করেছেন। রংপুরের পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদে সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা মামলার তদন্তে ভূমিকা রাখবে।
এদিকে, জবানবন্দি শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, আজ বিকালে কঠোর নিরাপত্তায় আসামি পলাশকে আদালতে তোলে পুলিশ।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে ইয়াবাসহ আটকের সময় এএসআই পেয়ারুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মাদক ব্যবসায়ী পলাশ। কিন্তু অকুতোভয় পুলিশ কর্মকর্তা শেষ পর্যন্ত তাকে জাপটে ধরে ছিলেন। পরে এলাকাবাসী ও অন্যান্য পুলিশ সদস্যরা এসে পলাশকে আটক করেন।
এ ঘটনায় গুরুতর আহত পুলিশ কর্মকর্তা এএসআই পেয়ারুল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (২৫ সেপ্টেম্বর) দুপুরে মারা যান। এ ঘটনায় হারাগাছ থানায় হত্যা ও মাদক আইনে দুইটি মামলা করা হয়। পুলিশপ্রধানের নির্দেশে মামলার তদন্তের ভার পিবিআই রংপুরকে দেওয়া হয়। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। আজ তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।