কুমিল্লার বুড়িচং উপজেলার একটি বাড়িতে আগুনে পুড়ে আলাউদ্দিন (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাকশীমূল ইউনিয়নের খাড়েরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন বুড়িচং আব্দুল মতিন খসরু ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। সে খাড়েরা গ্রামের অটোরিকশাচালক মমিনের ছেলে।
বাকশীমূল ইউনিয়ন পরিষদ সদস্য ফয়েজ আহম্মেদ জানান, আলাউদ্দিনের মানসিক সমস্যা ছিল। তাকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল।ঘরে আগুন লাগার পর তার মা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় মায়ের সামনেই সে পুড়ে ছাই হয়। এ সময় তাকে উদ্ধার করতে গেলে মামুন নামে এক যুবক দগ্ধ হয়।
এ বিষয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় বাড়িতে নিহতের মা ছাড়া কেউ ছিল না।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।