সারা দেশে জনগনের জান মালের নিরাপত্তার দেওয়ার পাশাপাশি করোনা ভাইরাসের বিষয়ে প্রচার প্রচারনাসহ মানুষকে সচেতন করতে গিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রায় ১৫ হাজার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬৩ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন সাড়ে ১২ হাজার পুলিশ সদস্য। যাদের অনেকেই আবার কাজে ফিরে গেছেন।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, দেশে করোনার সংক্রমণ শুরুর পর থেকে সোমবার (৩ আগস্ট) পর্যন্ত ১৪ হাজার ৯৮২ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন দুই হাজার ৬৪৬ জন। এ সময়ে কোয়ারেন্টিনে ছিলেন ১৬ হাজার ৩৪৫ জন পুলিশ সদস্য। বর্তমানে আইসোলেশনে আছেন চার হাজার ১৬৪ জন।