চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা কবরস্থানে চিরশায়িত হয়েছেন মাদরাসাটির প্রয়াত পরিচালক মাওলানা আবদুস সালাম চাটগামী।বুধবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মাদরাসা মাঠে জানাজা শেষে তাকে প্রয়াত মহাপরিচালক শাহ আহমদ শফী ও শিক্ষক জুনায়েদ বাবুনগরীর পাশে দাফন করা হয়।
এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারী মাদরাসায় নিজ কক্ষে হার্ট অ্যাটাক করেন মাওলানা চাটগামী। এরপর তাকে হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন। একই দিন (বুধবার) সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া মাদরাসার শুরা বৈঠকে মহাপরিচালক পদে তাকে নিয়োগ দিতে চূড়ান্ত করা হয়।
তবে বিষয়টি তাকে জানানো সম্ভব হয়নি। কারণ বৈঠক চলাকালীন তিনি নিজ কক্ষে অবস্থান করছিলেন। তার মৃত্যুর সংবাদের পর ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি ইয়াহিয়াকে ঘোষণা করে শুরা বৈঠক মুলতুবি ঘোষণা করা হয়।
হাটহাজারী মাদরাসার শুরা সদস্য মাওলানা সালাউদ্দিন নানুপুরী বলেন, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে হাটহাজারী মাদরাসার শুরা বৈঠক চলছিল। চাটগামী বৈঠকে উপস্থিত ছিলেন না। বেলা সাড়ে ১১টার দিকে নিজের রুমে তিনি অসুস্থ হয়ে পড়েন।
তবে এর আগেই আমরা বৈঠকে তার নাম মহাপরিচালক হিসেবে প্রস্তাবনা তৈরি করি। কিন্তু ঘোষণাটি শোনানোর আগেই তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মুফতি ইয়াহিয়ার নাম ঘোষণা করে শুরা বৈঠক মুলতুবি ঘোষণা করা হয়।
মাওলানা চাটগামী ১৯৪৩ সালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেছেন। তিনি মুফতিয়ে আজম বা প্রধান মুফতি হিসেবে পরিচিত। গত বছরের ১৯ সেপ্টেম্বর হাটহাজারী মাদরাসা পরিচালনায় তিন সদস্যের একটি পরিচালনা কমিটি করা হয়। ওই কমিটির সদস্য ছিলেন মাওলানা চাটগামী।