পাবনার ঈশ্বরদীতে দুটি মোটর সাইকেল একে অপরের সাথে পাল্লা দিয়ে চালানোর সময় মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ৩ আরোহী নিহত হয়েছেন।বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঈশ্বরদী-পাকশী মহাসড়কের খায়রুল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রূপ পুরের মো. লালনের ছেলে ইব্রাহিম (২৫) ও জহুরুল ইসলামের ছেলে জয় (২৭ ) দুজনের পরিচয় পাওয়া যায়। অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে দ্রুত বেগে দুটি মোটরসাইকেল পাল্লা দিয়ে আসছিল। শিমুলতলা এলাকা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাকিব হাসান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।