চলতি বছরের আট মাসে কুমিল্লা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে গেল আট মাসে ২ হাজার ৫০৮ জন আসামিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৭ কোটি ১৬ লাখ ৫ হাজার টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ২ জানুয়ারী থেকে ৩১ আগষ্ট পর্যন্ত অভিযান পরিচালনা করে উক্ত মাদক জব্দ ও আসামি গ্রেফতার করা হয়।
বুধবার ১ সেপ্টেম্বর বিকালে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান।তিনি বলেন জেলা পুলিশ মাদক নিমূলে সর্বোচ্চ প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। মাদক উদ্ধার ও আসামী গ্রেফতারের অভিযানে ২ জানুয়ারি থেকে ৩১ আগষ্ট পযন্ত ১ হাজার ৫০৮ জন আসামী গ্রেফতারসহ পাঁচ টনের বেশি গাজা উদ্ধার করা হয়। মাদক সংশ্লিষটতায় ৯০৭ আসামীসহ ১ লক্ষ ৬৩ হাজার ৩২৯ পিস ইয়াবা, ১৬২ জন আসামীসহ নয় হাজার ১২৮ বোতল ফেনসিডিল, ৭৬৬ লিটার মদসহ ৩২ জন আসামী , হিরোইন ও অন্যান্য মাদকদ্র্যসহ ২০৩ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে ১৭ কোটি ১৬ লাখ পাঁচ হাজার টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আরো বলেন, কুমিল্লা সীমান্তবর্ত্তী এলাকা হওয়ায় মাদকের রোড, মাদক প্রবন এলাকা চিহ্নিতকরন, মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলাসহ বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে জেলা পুলিশ।