কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২ এর পৃথক দুটি অভিযানে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়, জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল। এ সময় তিন মাদককারবারীকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শনিবার ২৮ আগস্ট রাতে কুমিল্লা সদর দক্ষিন মডেল থানাধীন উত্তর রামপুর ছয়াবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি প্রাইভেটকার থেকে ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং ৯৪ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো মুন্সিগঞ্জ জেলার সদর থানার পাঁচ ঘড়িয়াকান্দি গ্রামের মৃত মোতালেব সরকার এর ছেলে মোঃ টিটু সরকার (২৮)।
পৃথক আরো একটি অভিযানে র্যাব-১১ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা সদর দক্ষিন মডেল থানাধীন দক্ষিন আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জেলার দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর (সর্দার বাড়ী) গ্রামের মোঃ মিজান রহমান এর ছেলে মোঃ নাহিদ (২০), ও সদর দক্ষিন মডেল থানার দূর্গাপুর গ্রামের মোঃ খলিলুর রহমান এর ছেলে মোঃ আশিকুর রহমান রাব্বি (২০)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল জব্দ করা হয়। ধৃত আসাদিরে বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।