জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল আসা গরিব , অসহায় ও নিম্ন আয়ের রোগীদের জন্য বিনামূল্যে বিতরণের জন্য হার্টের ভাল্ব, স্ট্যান্ট ও পেসমেকার কেনার জন্য তিন কোটি ২৯ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
এ অর্থে ১৫০ টি হার্ট ভাল্ব, ১৫০টি স্ট্যান্ট এবং ১০০টি পেসমেকার কেনা হবে। গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রী অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি স্বাক্ষরিত এক চিঠিতে আর্থিক অনুদান গ্রহণ করার জন্য বলা হয়।
রোববার (২২আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেনের কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জুলফিকার আলী ও ডা. আশরাফুল হক সিয়াম। অনুদানের চেক গ্রহণকালে পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সুত্র:জা,নি।