করোনার চিকিৎসা শেষে কভিট১৯ নেগেটিভ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে তিনি তার ঢাকার বনানীর বাড়িতে পৌঁছেছেন। এর আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।
গত দুইদিন আগে তার করোনার ফলাফল নেগেটিভ আসে। বুধবার রাতে তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি নিয়ে তাকে বিশেষ ব্যবস্থায় নিজ বাড়িতে পৌঁছানো হয়েছে। তবে তিনি বাড়িতে থাকলেও সার্বক্ষণিক চিকিৎসকদের মনিটরিংয়ে থাকবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সাবেক অর্থমন্ত্রী মুহিতের ভাগ্নিজামাই ড. আহমদ আল কবীর ঢাকা পোস্টকে বলেন, আবুল মাল আবদুল মুহিত করোনা মুক্ত। তবে শারীরিকভাবে এখনো অনেকটা দুর্বল রয়েছেন। পুরোপুরি সুস্থ হতে আরও সপ্তাহখানেক সময় লাগবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই, বাংলাদেশ পল্লী শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান এএসএ মুয়িয সুজন ও ভাগ্নিজামাই রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবীর মুহিতের পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন। এছাড়া দেশ-বিদেশ থেকে যারা সাবেক অর্থমন্ত্রীর খোঁজ-খবর নিয়েছেন ও দোয়া করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মুহিতের পরিবারের সদস্যরা।
গত ২৪ জুলাই ৮৭ বছর বয়সী সাবেক অর্থমন্ত্রীর আবুল মাল আবদুল মুহিতের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে রাজধানীর বনানীর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। এই অবস্থায় ২৮ জুলাই বিকেলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। আবদুল মুহিত করোনা টিকার দুটি ডোজই নিয়েছিলেন।
আবুল মাল আবদুল মুহিত ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর রাজনীতি থেকে অবসর গ্রহন করেন ।