কুমিল্লা মহানগরীর টমছমব্রীজ এলাকা থেকে যাত্রীসেজে চালককে অচেতন করে প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।
ডিবি সুত্র জানায়, চলতি মাসের ১৫ আগষ্ট কুমিল্লা মহানগরীর টমছব্রীজ এলাকা থেকে যাত্রী সেজে একটি প্রাইভেটকার ভাড়া করে আসিফ ও শাহজালাল। বান্দরবন যাওয়ার পথে চালক কুদ্দুস মিয়াকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে খাগড়াছড়ি রামনগরে পাহাড়ের নিচে ফেলে প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায়।। এ বিষয়ে গাড়ীর মালিক মিজানুর রহমান ১৭ আগষ্ট মঙ্গলবার কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। বিষয়টি কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএমের এর নজরে আসলে তিনি ডিবি পুলিশকে ঘটনার রহস্য উৎঘাটনের দায়িত্ব প্রদান করেন।
১৮ আগষ্ট বুধবার এ ঘটনা তদন্তের দায়িত্ব পেয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের এলআইসি টিমের ইনচার্জ এসআই পরিমল চন্দ্র দাস পিপিএম, কনস্টেবল ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নগরীর আশ্রাফপুর ইয়াছিন মার্কেট থেকে ছিনতাইকারী আসিফকে গ্রেফতার করে। পরে তার স্বীকারক্তিতে কনেশতলা থেকে অপর ছিনতাইকারী শাহজালালকে গ্রেফতার পুর্বক ছিনতাইকৃত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউপির কনেশতলা গ্রামের আবু তাহেরের ছেলে আসিফ প্রকাশ মাটি ও একই গ্রামের কালা মিয়ার ছেলে শাহজালাল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে ডিবি পুলিশ।