স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসাগুলো খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন দেশের কওমি মাদরাসার মুহতামিমরা।মঙ্গলবার (১০ আগস্ট) এক বিবৃতিতে তারা বলেন, সরকার লকডাউন তুলে দেয়ায় জনমানুষের মধ্য স্বস্তি ফিরে এসেছে। অসহায় গরিব মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। আমরা এজন্য সরকারকে ধন্যবাদ জানাই।
তারা বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ করব, সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য। বিশেষভাবে কওমি মাদরাসাগুলো খুলে দেয়ার জন্য আমরা আবেদন জানাই।
বিবৃতিতে আরও বলা হয়, কওমি মাদরাসাগুলো দ্বীনি প্রতিষ্ঠান। এসব মাদরাসায় কুরআন ও হাদিসের পাঠদান করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকায় কওমি মাদরাসার শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। তারা পরিবার পরিজন নিয়ে নানা সমস্যায় ভুগছেন। শিক্ষার্থীরা মাদরাসার পরিবেশ থেকে দূরে থাকায় নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এই অসহায় শিক্ষক-শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মাদরাসাগুলো খুলে দেয়ার ব্যবস্থা করুন।
বিবৃতিতে যারা স্বাক্ষর করেছেন – আল্লামা মুহিব্বুল্লাহ, মুহতামিম- জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা চট্টগ্রাম; আল্লামা নুরুল ইসলাম, মুহতামিম- খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসা, ঢাকা; মুফতী আব্দুস সালাম চাটগামী, মুহতামিম পরিষদের প্রধান, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী; মুফতী আব্দুল হালিম বোখারী, মুহতামিম, জামিয়া ইসলামিয়া পটিয়া; আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মুহতামিম, জামিয়া নুরিয়া কামরাঙ্গিরচর মাদরাসা, মাওলানা মুহিব্বুল্ল হক (গাছবাড়ী), মাওলানা আব্দুল হক্ব, মাওলানা ইয়াহয়া, মাওলানা সাজিদুর রহমান, দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা মোবারকুল্লাহ, মাওলানা সাব্বির রহমান রশীদ, মাওলানা ফয়জুল্লাহ সন্দীপী, মাওলানা আনওয়ারুল করীম, মাওলানা আনাস, মাওলানা ইয়াহয়া মাহমুদ, মাওলানা মুহাম্মাদ আলী।