কুমিল্লা র্যাব-১১ এর সিপিসি-২ এর একাটি গোয়েন্দা দল নগরীর কালিয়াজুরী এলাকা থেকে ১টি দেশীয় অস্ত্র এলজি ,কার্তুজ ও বিভিন্ন মাদকদ্রব্যসহ কামাল নামের একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল আজ সোমবার ৯ আগস্ট সকালে নগরীর কালিয়াজুরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি দেশীয় অস্ত্র এলজি, ২ রাউন্ড কার্তুজ, ১ হাজার ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯ বোতল ক্যান বিয়ার, টি রামদা, ১টি ছোরাসহ হাতেনাতে চিহ্নিত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মোঃ কামাল হোসেন (৪৫) গ্রেফতার করে। ধৃত আসামি কামাল হোসেন নগরীর কালিয়াজুরি এলাকার মৃত নাছির উদ্দিন এর ছেলে।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম সহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে র্যাব ।