সরকারের ঘোষিত ৭ তারিখের গণটিকা কার্যক্রম তারিখ পরিবর্তন করা হয়েছে । ৭ আগস্টের পরিবর্তে কার্যক্রম শুরু হবে ১৪ আগস্ট থেকে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ৭ তারিখ থেকে গণটিকা শুরু না হলেও পরীক্ষামূলক টিকা দেয়া শুরু হবে। অর্থাৎ, যে কার্যক্রম চালানো হবে তা পরীক্ষামূলক ভাবে শুরু করা হবে। ১৪ তারিখ থেকে এটি পুরোদমে শুরু হবে। তবে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু করার কথা ছিল। ইউনিয়ন পরিষদের কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা নেয়া যাবে বলা হয়েছিল।