শাকিল খান ও যুবাইদ হাসান দুজনেই এমএ পাস করেছেন। কিন্তু চাকরি-বাকরি, ব্যবসার চেষ্টা না করে অনলাইনে জুয়া খেলতেন। সোমবার দুজনকেই গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ওয়ারী)র উপকমিশনার আবদুল আহাদ জানান দুজনের জিম্মা থেকে ৯৮ হাজার টাকা উদ্ধার হয়েছে। অনলাইনে জুয়া পরিচালনাকারীর সঙ্গে জুয়াড়িদের লেনদেন হয়েছে ১৩ কোটি টাকা।
পুলিশ জানায়, যে আইডি থেকে জুয়া খেলা হয় তাঁর নাম আর্টহাম। গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন আর্টহাম ইউক্রেনের নাগরিক। তিনি একটি ওয়েবসাইটে খুলেছেন। ওই ওয়েবসাইটে ঢুকে জুয়া খেলতে হলে নাম নিবন্ধন করতে হয়। বিকাশ ও নগদে এজেন্টের নম্বরে টাকা জমা দিলে তারপর জুয়া খেলার সুযোগ পান।
আসামিপক্ষের কারও সঙ্গে এ নিয়ে কথা বলা সম্ভব হয়নি।
এই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ মামলা করেছে। উপকমিশনার আবদুল আহাদ বলেন, জুয়াড়িদের সংখ্যা কত সে বিষয়ে খোঁজখবর করা হচ্ছে।