রাজধানীর রমনা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগের পুলিশ সদস্যরা ।
গ্রেফতারকৃতদের নাম- সাথী আক্তার (২৫) ও মোঃ মোরশেদ আলম (২২। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৪৫ কেজি গাঁজাসহ গাঁজা বহনে ব্যবহৃত ট্রাকটি উদ্ধারমূলে জব্দ করা হয়।
গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম সাকলায়েন (বিপিএম) নাগরিক খবরকে জানান, গোয়েন্দা পুলিশ সংবাদ পায় কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য গাঁজা বহন করে বি-বাড়ীয়া জেলা হতে ঢাকার মগবাজার হয়ে বাংলামোটর দিকে আসতেছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ জুন, ২০২১) রাত ১৯:৪৫ টায় রমনা মডেল থানার নিউ ইস্কাটন রোড এলাকায় পৌছলে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম।
গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করত মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।