দেশের করোনা পরিস্থিতি অনুকূলে না থাকলে আগামী ১৩ই জুন থেকে স্কুল-কলেজ খোলা হবে না। সম্প্রতি শিক্ষামন্ত্রী স্কুল-কলেজ খোলার তারিখ ঘোষণা করলেও তা পিছিয়ে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
ফরহাদ হোসেন আজ রোববার সচিবালয়ে বলেছেন, শিক্ষার্থীরা স্কুলে আসলে সংক্রমণ বেড়ে যেতে পারে। শিক্ষামন্ত্রী মনে হয় সেভাবেই ইঙ্গিত দিয়েছেন। সেটি তাদের বিষয়। অবশ্য উনি বলেছেন যে, করোনা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে দেশব্যপী জোড়ালো দাবি উঠছে। হচ্ছে আন্দোলনও। বিশেজ্ঞরা একাধিকবার বলেছেন, সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে নেমে এলেই খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান। আজ রোববার শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ।।