কুমিল্লা ঝাগুরতলী ঢাকা চট্রগ্রাম মহাসড়কের রাজধানী নামের একটি আবাসিক হোটেলে দেহ ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে এলাকার যুব সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউপির ঝাগুরতলী বিশ্বরোড়ে রাজধানী নামের একটি আবাসিক হোটেলে অবৈধ দেহ ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়। গতকাল শুক্রবার বিকেলে উত্তর দুর্গাপুর ইউপির আওতাধীন ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ঝাগুরতলীতে উক্ত মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
দুর্গাপুর ইউপির বাসিন্দা প্রবাসী আলী হোসেন বলেন, গত এক বছর যাবৎ এলাকার মধ্যে দেহ ব্যবসায়ীরা অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এতে করে পুরো এলাকার তরুন যুবসমাজ সহজে নষ্ট হয়ে যাচ্ছে।
এছাড়াও বিভিন্ন সময়ে পুলিশ আসলেও তারা পালিয়ে যায়। তিনি আরোও বলেন, গত এক বছরে থানা পুলিশ সহ ম্যাজিস্টেট হোটেলটিতে অভিযান চালিয়ে একাধিকবার সিলগালা করে দেয়। দু চারদিন পর আবারও দেহ ব্যবসায়িরা প্রশাসনকে কোন তোয়াক্কা না করে পুনরায় দেহ ব্যবসা চালু করে দেয়। এছাড়াও করোনা মহামারিতেও সরকারি নির্দেশ অমান্য করে আবাসিক হোটেল খোলা রেখে অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তারা ।
এসময় মানব বন্ধনে উপস্থিত ছিলেন প্রবাসী মো আলী হোসেন, রাজাপুর এলাকার হুমায়ন বীর , স্থানীয় ব্যক্তি নজীর আহমেদ, সফিক মিয়া ও মোখলেছুর রহমান । এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা মানব বন্ধনে অংশ গ্রহন করে।
কলেজের ছাত্র ফয়সাল, জাহিদ হোসেন, মাসুদ, নাঈম, সাকিব, সানি, আরাফাত, মেহেদী, মুন্না, হৃদয়, আকাশসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
ভিডিও দেখতে ক্লিক করুন: