কুমিল্লা জেলা গোয়েন্দা(িডিবি )শাখার পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়।ডিবি পুলিশ জানায়, কুমিল্লা আর্দশ সদর উপজেলার আমড়াতলী ইউপির পেয়ারতলী মসজিদের সামণে থেকে ১০ কেজি গাঁজাসহ চারু মিয়া নামক এক ব্যক্তি ও তার সঙ্গীয় দুই মহিলাকে গ্রেপতার করে ডিবি পুলিশ।
পৃথক আরোও একটি অভিযানে ডিবি পুলিশের একটি টিম ১৯ টি মাদক মামলার আসামি স্বপন সিয়াকে ৫০০ পিস ইয়াবাসহ সদর দক্ষিন থানা এলাকার কাজীপাড়া থেকে গ্রেফতার করেন। ডিবি পুণিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।