কুমিল্লা ইপিজেডে চাকুরিচ্যুত শ্রমিকের ছুরিকাঘাতে সিংসাংসু কোম্পানির ম্যানেজার পদে কর্মরত খায়রুল বাশার সুমন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত খায়রুল বাসার সুমন (৩২) কুমিল্লার সদর দক্ষিণ গলিয়ারা ইউপির মান্দারি গ্রামের মোহাম্মদ মমিন মাস্টারের তৃতীয় ছেলে। সুমন কুমিল্লা ইপিজেডে সিংসাংসু নামে একটি চায়না কোম্পানিতে এইচআর আডমিন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সুত্র জানায়, শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে অফিস ডিউটি শেষে ইপিজেড থেকে বাড়ি ফেরার পথে ইপিজেড এক নম্বর গেইট সংলগ্ন রোসা ও স্বপ্ন সুপার সপের সামনে রাস্তার উপর ঐ ফ্যাক্টরির এক চাকুরিচ্যুত কর্মচারী সুমনকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় সুমন।
নিহত সুমনের চাচাতো ভাই আলামিন জানান, সুমনের সঙ্গে কারো শত্রুতা নেই। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছেন আমরা এখনও বলতে পারছি না। তবে তার সহকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি তার কোম্পানিতে অনিয়মের অভিযোগে এক ব্যক্তিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। যাকে অব্যাহতি দিয়েছেন ওই ব্যক্তি ক্ষোভে সুমনকে ছুরিকাঘাত করে হত্যা করে। নিহতের ভাই আলামিন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশ ও র্যাবের প্রতি অনুরোধ জানায়।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় চৌধুরী বলেন, ইপিজেডে কোম্পানীতে কর্মী ছাটাইকে কেন্দ্র করে এ ঘটনাটি হয়েছে বলে প্রাথমিক ভাবে জেনেছি। তদন্ত পুর্বক ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতার করার পর বিস্তারিত জানাবেন।