পূর্বের রেকর্ডকৃত ভিডিও বিশেষ প্রক্রিয়ায় লাইভ হিসেবে প্রচার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টিসহ আইন-শৃঙ্খলা অবনতি ঘটানোর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- মোঃ আজিজুল হক @ আজিজুল মোল্লা(৩২)। এসময় তার হেফাজত থেকে ০২টি মোবাইল ফোন উদ্ধারমূলে জব্দ করা হয়।
এ সংক্রান্তে গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের এডিসি আশরাফউল্লাহ বলেন, একটি স্বার্থান্বেষী মহল দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য radiogulistan.com এবং আজিজুল হক নামক ফেইসবুক পেইজ থেকে পূর্বের রেকর্ডকৃত ভিডিও বিশেষ প্রক্রিয়ায় লাইভ হিসেবে প্রচার করে। যার পরিপ্রেক্ষিতে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়।
তিনি বলেন, মামলা রুজুর পর আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় এর সাথে জড়িত প্রকৃত অভিযুক্তকে সনাক্ত করা হয়। এরপর, গত ৮ এপ্রিল, ২০২১ কামরাঙ্গীর চর থানার আলীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতকে রমনা মডেল থানার রুজুকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রিমান্ড এর আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত তিন দিনের রিমান্ড মন্ঞুর করে।