আজও সে কল্পনাতে ভাসে
তুমি মানেই দূর আকাশের তারা চাইলেও তোমায় যায় না ধরা
আমি তাকে বললাম, তবে যে আকাশ কান্নায় ভেঙে পড়বে,
তখন তুমি কি করবে?
এবার সে মুচকি হেসে বললো, বৃষ্টি হয়ে ঝরে অন্যের সুখের কারণ হবো।
আমিও হেসে হেসে তাকে জবাব দিলাম, তবে যে বেলা ফুরিয়ে যাবে।
যদি বৃষ্টি আসে অ-বেলাতে! সে আবারো একই কথা বললো
সময় কাটুক তবে অপেক্ষাতে, আমি বললাম,
তবে যে সেখানে অপেক্ষার প্রহর শেষ হয়ে প্রতীক্ষার দিন শুরু হবে…
আর প্রতীক্ষার মাঝে ভালোবাসা দুর্বল হয়ে যায়, এবার সে একটু নরম হয়ে বললো,হয়তো…
আমি বললাম, তবে যে তখন সব মিথ্যে হয়ে যাবে! সে বললো, শেষ থেকে কখনো কখনো শুরু হয়,
আমিও শুরু করবো! তুমি যেখান থেকে শুরু করেছো, আর আমিও তোমার পিছু পিছু যতটুকু এসেছি, তারপর কি আর বেলা থাকবে মানে সময় থাকবে, নাকি সময় ফিরবে?
তাইতো লালন বলেছিল, “সময় গেলে সাধন হবে না” তবে শুরু হউক শেষ থেকে,
তা না হলে কেমনে যাবো ঐ প্রান্তে! অপেক্ষা—প্রতীক্ষা—অবসান— সবশেষে আফসোস মহাকাল।
✍️রুবায়েত হোসেন