আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পেকুয়ায় অস্ত্র আইনে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি জুবাইদুল্লাহ লিটনও নৌকার মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানান কৌতুহলের সৃষ্টি হয়েছে।
জানা যায়, কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলার ১৫ ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্টিত হয়। ওই সাক্ষাৎকার অনুষ্টানে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা জুবাইদুল্লাহ লিটন। কক্সবাজার জেলা আওয়ামী লীগ টইটং ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৫ জনের নামের তালিকা পাঠিয়েছেন। অশ্চর্য হলেও সত্য, সেখানে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত জুবাইদুল্লাহ লিটনের নামও রয়েছে।
পেকুয়া থানা সূত্রে জানা যায়, জুবাইদুল্লাহ লিটনের বিরুদ্ধে ২০০৭ সালে পেকুয়া থানার অস্ত্র মামলায় ২০০৮ সালের ৩০ মার্চ তারিখে কক্সবাজার আদালতের ১নং স্পেশাল ট্রাইব্যুনালে লিটনের ১০ বছরের সাজা হয়। এ মামলায় বেশ কিছুদিন কারাগারে ছিলেন লিটন। পরে উচ্চ আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।