চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে এক হাজতি পালানোর ঘটনায় জেলারকে প্রত্যাহার ও দুই কারারক্ষীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যদের তদন্ত কমিটি।
রোববার (৭ মার্চ) সকালে চট্টগ্রামের ডিআইজি প্রিজন এম কে এম ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার (৬ মার্চ) ফাহাদ হোসেন রুবেল নামে এক আসামি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যায়। তাকে সারাদিন খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এ ঘটনায় রোববার জেলার রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। কারারক্ষী নাজিম উদ্দিন ও প্রধান সহকারি কারারক্ষী ইউনুছ মিয়াকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া প্রধান সহকারী কামাল মিয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি (প্রিজন্স) একে এম ফজলুল হক জানান, খুলনা বিভাগের ডিআইজি প্রধান ছগির মিয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কারাগার থেকে হাজতী পলায়নের বিষয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..