সিঙ্গাপুর নতুন করে বাংলাদেশ থেকে দশ হাজার কর্মীর কর্মসংস্থান করবে। এছাড়া ইউরোপের দেশ রোমানিয়াও বাংলাদেশ থেকে দুই হাজার কর্মী নিতে চায়। সোমবার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা কিছু কিছু সুখবর পাচ্ছি। আজকে সুখবর হলো- সিঙ্গাপুর থেকে খবর পেলাম, তারা অতিরিক্ত ১০ হাজার লোকের চাকরির বা কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এটা সুখবর, আমরা এটা শুরু করব। আমি এটা সবার সঙ্গে শেয়ার করলাম। আমাদের মিশন এ তথ্য দিয়েছে।’
এরই মধ্যে সিঙ্গাপুর মিশন কাজ শুরু করে দিয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সিঙ্গাপুর মিশন প্রতিদিন পাঁচ শতাধিক ভিসা ইস্যু করছে। সিঙ্গাপুরে আইপিএ ওয়ার্ক ফারমিট যেটা সেটা আমাদের মিশন ইস্যু করে। আমরা প্রতিদিন তাদের ক্যাপাসিটি অনুযায়ী কাজ করছে। যেহেতু এ অর্ডার পাওয়া যাচ্ছে, শুনেই আমরা শুরু করে দিয়েছি।
সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীদের নিয়ে মোটামুটি অভিযোগ থাকে না বলে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। অন্যদিকে গতকাল (২১ ফেব্রুয়ারি) ইউরোপের দেশ রোমানিয়া থেকে বাংলাদেশি কর্মী নেওয়ার খবর পান বলেও জানান মোমেন।
রোমানিয়া প্রসঙ্গে মোমেন বলেন, ‘কালকে খবর পেলাম, ওখানে আরও দুই হাজার জনের মতো নেবে। ওখানে অনেক নেবে, কেননা ওখানে জামার্নি, ফ্রান্স থেকে ওরা হালাল গোশসত পাঠায়। তারা সে ধরনের লোক খুঁজতেছে, এটা খুবই ইন্টারেস্টিং (মজার)। আমরা আশা করছি, সেখানেও কিছু লোকজন পাঠাব।’
রোমানিয়ায় বাংলাদেশ নতুন মিশন খুলেছে। সেখানে প্রায় এক হাজার ৪০০ লোকের কর্মসংস্থান হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা রোমানিয়াতে নতুন মিশন খুলেছি। সেখানে আমরা প্রথম কিছু লোক নিয়োগ করেছি। প্রথমে ২০০ জন, তারপর ১ হাজার ২০০ জন।
এ জাতীয় আরো খবর..