তোষামোদকারী মাত্রই বন্ধু, আর সমালোচক মাত্রই শত্রু এ কথাটি সব সময় সঠিক নয়। অনেক সময় দেখা যায় সমালোচকদের চেয়ে তোষামোদকারীদের মধ্যে শত্রুর সংখ্যা বেশি থাকে। কারণ নিজের স্বার্থ হাসিলের জন্য তোষামোদ হচ্ছে একটি অন্যতম ধারালো অস্ত্র এবং ফলপ্রসূ দাওয়াই। এই বিষয়ে আমাদের সকলেরই সতর্ক থাকা প্রয়োজন। স্পিকার- আনোয়ার হোসেন ,বিপিএম বার পিপিএম, ডিআইজি, চট্রগ্রাম রেঞ্জ।