কুমিল্লা বরুড়া পৌরসভার প্রতিবন্ধী হাসপাতাল সংলগ্ন ঐতিহ্যবাহী মালীবাড়ীর পুকুরটি জোরপুর্বক ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। এর আগেও একাধিকবার প্রভাবশালী ব্যক্তিরা পুকুরটি ভরাটের চেস্টা করলে উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট বাধা প্রদান করলে পুকুরটি ভরাট বন্ধ থাকে। বাধা প্রদানের দুই মাস পর গত দুদিন ধরে পুকুরে মাটি ফেলে ভরাট কাজ চালিয়ে আসছে প্রভাবশালী একটি সিন্ডিকেট। আইনকে বৃদ্ধাঙুল দেখিয়ে মাটি ভরাট করে যাচ্ছে ভুমিদুস্য সিন্ডিকেটের সদস্যরা। স্থানীয় একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, পুকুরটি দিয়ে এলাকার লোকজন রান্না বান্নাসহ গৃহের বিভিন্ন কাজে পানি ব্যবহার করে। এছাড়াও পুকুরটির আশপাশে কোন পুকুর না থাকায়, এলাকায় কোন কারনে আগুন লাগলে তা নিয়ন্ত্রন করা সম্ভব হবে না বলেও জানায় এলাকাবাসী। পুকুর ভরাটের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের সাথে মোবাইলে যোগাযোগ করলে বিষয়টি তাদের জানা নেই বলে জানান। শীঘ্রই ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাটের বিষয় নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান উপজেলা চেয়ারম্যান মাইনুল ইসলাম।