হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশকে নিয়ে ভুয়া ভিডিও ফেসবুকে আপলোড করে ভাইরাল করায় ৫ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। দুপুরে তাদেরকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়। বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সিএনজি চালিত অটোরিকশা চালক সাটিয়াজুড়ী ইউনিয়নের পনারগাও গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে শাহিন মিয়া (২৫), উবাহাটা ইউনিয়নের নোয়াগাও গ্রামের তুরাব আলীর ছেলে কামরুল হাসান (২৪), শহীদুল ইসলামের ছেলে হারুন মিয়া(২০), আব্দুল মন্নানের ছেলে মুক্তার জামান (২০) ও শহীদুল ইসলামের ছেলে হারুন মিয়া(২০) মনিরুল ইসলাম (২০)।
পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারি এক সিএনজি চালককে পুলিশের জিজ্ঞাসাবাদের একটি ভুয়া ভিডিও ফেসবুকে আপলোড করে চনিারুঘাটের কামরুল। পুলিশকে হেয় করে সাজানো ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ধারণকৃত ভিডিওটি ব্যাপক প্রচার হওয়ায় দেশ বিদেশে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। যা দেশ বিদেশে প্রায় ৮০ লক্ষাধিক লোক দেখেছেন। বিষয়টি হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ এর নজরে আসলে তার নির্দেশে বিষয়টি নিয়ে নিবিড় তদন্তে নামে পুলিশের একাধিক গোয়েন্দা দল। এ ঘটনায় এস আই ভুপেন্দ্র চন্দ্র সূত্রধর বাদী হয়ে চুনারুঘাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে তাদেরকে সনাক্ত করে গ্রেফতার করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আশরাফ জানান, তারা এই ভিডিও ফেসবুকে আপলোডের কারণে স্থানীয় পুলিশ প্রশাসনসহ দেশের পুলিশ বিভাগের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আটককৃতদেরকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..