কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মুলতবি থাকা ২টি মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি খলিল মিয়াকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদে খবর পেয়ে বৃহ:পতিবার ১৮ জানুয়ারি ভোরে সদর দক্ষিন মডেল থানা পুলিশের এএসআই আলমগীর হোসেন ও মহসিন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গলিয়ারা ইউপির একবালিয়া গ্রামের মাদক ব্যবসায়ি খলিল মিয়াকে বাড়ী থেকে গ্রেফতার করে। ধৃত আসামি খলিলের দুটি মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি । এছাড়াও তার বিরুদ্ধে ৩টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় চৌধুরী বলেন , মাদক নিয়ে কারও সাথে আপোষ করা যাবে না। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় এলাকাকে মাদকমুক্ত করতে সর্ব্বোচ চেস্টা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।