মজিব বর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মজিব ঢাকা ম্যারাথন ২০২১ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামিকাল শনিবার সদর দক্ষিন উপজেলা পরিষদ থেকে চাঁদপুর জনতা স্কুল এন্ড কলেজ মাঠ পর্যন্ত ৫ কিলোমিটার বঙ্গবন্ধু ম্যারাথন অনুষ্ঠিত হবে। ম্যারাথন অনুষ্ঠানটি তিনটি ড্রোন ক্যামরা দিয়ে পর্যবেক্ষন করা হবে। এছাড়াও ৫ টি হাই রেজুলেশন ক্যামেরার মাধ্যমে বিশেষভাবে ভিডিও ধারণ করা হবে। ফেসবুকে সরাসরি লাইভ সম্প্রচার করা হবে, ভ্রাম্যমান মিউজিক শো , অনলাইনে রেজিস্ট্রেশনকৃত অংশগ্রহণকারীদের জন্য ফ্রি টি-শার্ট এবং আকর্ষণীয় রিবন, ম্যারাথনে অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বিশেষ মেডিকেল টিম তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য তিনটি এম্বুলেন্স সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। তিনটি স্পটের (সেন্ট্রাল মেডিকেল কলেজ, হোটেল নুরজাহান ও আব্দুর রহমান সিএনজি স্টেশন) সুসজ্জিত স্টলে পানি ও টেস্টি চকলেট বিতরণ করা হবে। নির্বাচিত ম্যারাথন রোডের দুই পাশে রঙিন পতাকা এবং নানা রংঙের ফেস্টুন সুসজ্জ্বিত থাকবে দৃষ্টিনন্দন ম্যারাথন ফিনিশিং গেইট। ম্যারাথনে ক্যাটাগরি ভিত্তিক সফলভাবে ম্যারাথন সমাপনকারীদের একশ জনকে ফিসিং মেডেলসহ অংশগ্রহণকারীদের জন্য জাতীয়ভাবে সরবরাহকৃত ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে।