অবশেষে নিবন্ধনের আওতায় আসতে যাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিএ’র এক সভায় একথা জানান।
গ্রাম থেকে জেলা শহর এমনকি রাজধানীর বেশকিছু এলাকার অলিগলিতে দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার যান। কোনরকম নজরদারি না থাকায় ইচ্ছেমতো সড়ক-মহাসড়কে চলাচল করে আসছে অটোরিকশা। যানজট, দুর্ঘটনা সবকিছুরই অন্যতম কারণ ত্রিচক্র যান। বিভিন্ন সময় সরকার এসব তিন চাকার পরিবহন বন্ধের উদ্যোগ নিলেও তা বাস্তবে রূপ নেয়নি। সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার এবার রেজিস্ট্রেশনের আওতায় আনতে যাচ্ছে তিন চাকার যানবাহনকে। রাজধানীতে বিআরটিতে এক সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানালেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ।
মন্ত্রী বলেন, সড়ক মহাসড়কে দুর্ঘটনা রোধেই থ্রি হুইলারকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। এতে করে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি ভোগান্তি কমবে বলে মনে করেন সাধারন মানুষ।
আগামী এক সপ্তাহের মধ্যে খসড়া চূড়ান্ত করে সড়ক নিরাপত্তা কাউন্সিলে অনুমোদনের জন্য বিষয়টি উপস্থাপন করার কথা জানান মন্ত্রী।
এ জাতীয় আরো খবর..